[ad_1]
ইভেন নট দ্যা পারফেক্ট ওয়ান, আমি মুসলিম আর মনে প্রাণে বিশ্বাস করি ইসলাম একদম পারফ্যাক্ট ওয়ে অফ লাইফ। ইসলামের কালচার ইউনিক এবং এটা কোন ধরনের প্যাগানিজমের ধারেকাছে নাই। হুতুম প্যাঁচা, কাক পক্ষী নিয়ে মঙ্গল (!!) শোভাযাত্রা নামক উৎকট ধারনা আমার কাছে নিতান্তই হাস্যকর। যারা এগুলার পক্ষে কথা বলে বা পালন করে, তাদের জন্য সমবেদনা ও বুঝদার হওয়ার দু'আ। কিন্তু
জায়গায় জায়গায় যে আমাকে বা আমার চিন্তাধারাকে "সাম্প্রদায়িক পিশাচ" বলে অভিহিত করছে, এটাতে বোধহয় রাগ হওয়ার কথা, কিন্তু হাসি চেপে রাখতে পারছি না।বাই দ্যা ওয়ে, পিশাচ টাইপের শব্দ দেখলে মনে হয়, কেউ কেউ ঠিকমতো উচ্চারণ করতে পারে না। পিচাশ বলে। যেমন রিক্সাকে বলে রিশকা। নাইন টেনের বাংলা ব্যাকরণ এ পড়েছিলাম বোধহয়, ধ্বনি বিপর্যয়। উচ্চারণের বিপর্যয়ে সমস্যা নেই। কিন্তু চিন্তার বিপর্যয়ে সব বিগড়ে যায়।
পিচাশ শাকচুন্নির পুজা ত ওরাই করে! কী উদ্ভট সব পিচাশ মার্কা মূর্তি বানিয়ে ওগুলো নিয়ে র্যালি করে!
Hope everyone will soon understand that religion (Islam) drives culture - not the other way around!