[ad_1]
এক খাবারের পেইজে সদ্য বিবাহিত হাজব্যান্ড শখ করে বউয়ের রান্না করা বেশ কিছু ছবির সাথে প্রশংসার কিছু কথা বার্তা লিখেছে। সেখানে রাজ্যের পুরাতন বিয়ের হাজব্যান্ডরা ঝাঁপিয়ে পড়েছে। আরেহ, নতুন নতুন বিয়ে তো, তাই এত আদর। এক বছর যেতে দেন, আসল চেহারা বের করে ফেলবে। আমি ভাবছিলাম, এক বছর পরের আসল চেহারার কথা। বিয়ের আগে বাবার বাড়িতে তো এই আসল চেহারার খোঁজ মেলে না। কেন বিয়ের এক বছর যেতে না যেতেই চেহারা পাল্টে যায়। কার এত কৃতিত্ব! আসলে হাজব্যান্ড ম্যানরা বিয়ের এক বছর কিংবা দশ বছর পরের স্ত্রীর চেহারা (ভিতরের এবং বাহিরের) বদলিয়ে দেয়ার মেডেল ক্লেইম করতে ভুলে যান।
আমি প্লিস শেয়ার দিতে চাই বান্ধুবী
তাইলে তো স্ত্রীদেরও অনেক মেডেল ক্লেইম করা লাগবে 😬, ইয়ে মানে বিয়ের পর প্রথম প্রথম তো হাজবেন্ডদের আচরনও অনেক মিষ্টি মধুর থাকে 😁
Share dilam apu 😀