এক বাংলাদেশী কেনাবেচা গ্রুপে আছি। মানুষের সাইকোলজি বোঝার চেষ্টা করছি। দামাদামি করা আমাদের মজ্জাগত, সন্দেহ নাই। ৬০০ টাকার জিনিস অবশ্যই বলবো ৩০০ টাকায় দিবেন? হোক সেটা স্ট্রীট শপিং কি অনলাইন। কিন্তু ঝাঁক বেঁধে লোকজন হাহা রিয়েক্ট কেন দেয়, এটা বোধ্যগম্য হলো না। দাম বেশি মনে হলে এড়িয়ে যান, ভালো না লাগলে না দেখেন, মায় দামাদামি করেন, কিন্তু আপনাকে হাহা
রিয়েক্ট কেন দিতে হবে? এখানে কি সার্কাস চলছে? আরেক হলো জাজমেন্টের বাপ। বিদেশ যাবেন দেখে সেল করবেন? সেখানে কমেন্ট হবে, এতো দামে বেচেন কেন, কমে দেন, পারলে আমাকে এমনি দিয়ে দেন। আপনার সাথে মামা-ভাগনের সম্পর্ক?মোরাল অফ দ্যা স্টোরিঃ পছন্দ না হলে সেল পোষ্ট এড়িয়ে যান। কিন্তু হাহা রিয়েক্ট দিয়ে নিজের মানসিক বিকারগ্রস্থতার পরিচয় জনসম্মুখে দেয়া কাজের কিছু না।
আপু আমরা অনেক অভদ্র হয়ে গিয়েছি। আমার ধারণা এই ফেসবুক রিএক্ট আসার পর আমরা আর চিন্তাই করিনা, নিজেদের কন্ট্রোল করিনা। কার কেমন লাগলো ভাবি না। শুধু হাহাহাহা দেই। মানুষ মারা গেলেও এখন হাহা রিএক্ট দেয়া নর্ম হয়ে গিয়েছে।
একদম ঠিক আপু।নতুন জিনিস সেল করতে গেলেও বলে এর অর্ধেকের কম দামে নাকি মার্কেটে সেল হয়। আর হা হা রিয়েক্ট এতো বিরক্তিকর লাগে আমার,জাস্ট মনে হয় এরা এমন কেন!
প্রথম লাইনটা পড়ে ভাবছিলাম, বাংলাদেশীদেরকে কেনাবেচা করা হয়! 🤔🤔😮😦😧
😂😂😂
I just faced the same. People are so judgemental and insensitive. 🫤