ছোট্ট ছোট্ট তিনটা মিষ্টি কুমড়া আর পাশের এই সবজিটা গিফট পেয়েছি এক আপুর কাছ থেকে। কুমড়ার ফার্ম ঘুরে আমাদের বাসায় আসার সময়কার গিফট। সাজিয়ে রাখা পারপাস। লম্বা সবজিটা খাওয়াই যায় না। বেশ তিতা। আর ছোট্ট বেতের ঝুড়িটা আমার পুরান্তি দোকান ডিসকাভারি। বেতের জিনিস যে কেন এত ভালো লাগে কে জানে!