[ad_1]
ঢাকার ডায়েরী_
আজকে থেকে ঠাণ্ডা বাতাস বেশ টের পাচ্ছি। দেশে আসার পর থেকে বাচ্চারা লাইন ধরে অসুস্থ হচ্ছে। একজনকে ইমারজেন্সীতেই নিতে হলো আজ। ছানাপোনা অসুস্থ থাকলে বেড়ানোর মজা থাকে না আর।
রাস্তায় বের হয়ে চিন্তা
করছিলাম, এখানে অনেক কিছু দেখেও না দেখার ভান করতে করতে বড় হয়েছি। রাস্তায় কফ-কাশি, সর্দি, অদ্ভুত বর্জ্য, লোকের অশালীন দৃষ্টি, ছুঁড়ে দেয়া মন্তব্য। দেখেও ভান করেছি দেখি নি। এসব গায়ে মাখলে চলবে কেন। বাচ্চারা রাস্তায় বের হয়ে ময়লা ময়লা বললেও, আমরা অবাক হয়ে বলি, ময়লা হলে কি হলো। ডিসেনসেটাইজেশন একদিনে হয় না।এবার খুব ফিল করছি, স্ক্রিন ডিটক্সের প্রয়োজনীয়তা। ছোট বড় সব দিনদিন জম্বি হয়ে যাচ্ছি। বই নিয়ে মনোযোগ ধরে রাখতে পারি না। অন্য মনোযোগও ধীরেধীরে নাই হয়ে যাচ্ছে, পরিষ্কার বুঝতে পারছি। খুব বেশি দেরী হয়ে যাওয়ার আগে এখনি স্টেপস নেয়া দরকার।
I think of these as ancient civilizations.. if they could only see into the future what is now.. what is progress.
আমার খুব খারাপ অবস্থা আপু। একি পেইজ দুইবার পড়েও ভুলে যাচ্ছি
You still have the habit of reading books apu MashaAllah. I have lost it a long time back. Just feel pity for myself 😥