ঢাকার ডায়েরী_
এই শহরটা কখনোই পুরোপুরি ঘুমায় না। এই মধ্যরাতে বাসার সবাই শুয়ে পড়লেও মনে হচ্ছে বাইরে গোটা শহর জেগে আছে। দূরে ভীষণ জোরে গান বাজছে। মনে হয় বড় স্ক্রিনে খেলা দেখার প্রস্তুতি। রাস্তায় গাড়ীর বিরাম নেই। দুই একটা রাস্তায় জেগে থাকা বাচ্চাদের চিৎকার, কুকুরের ডাক সব মিলিয়ে শহরের ছবিটা জাগিয়ে রেখেছে। হাইরাইজ বিল্ডিংগুলোতে আস্তে আস্তে নিভে আসে বাতি। কোথাও তাও জেগে থাকে। আস্তে আস্তে কোলাহল কমে, শেষরাতে ডিসেম্বরের ঠাণ্ডা হাওয়া ভেসে বেড়ায়। কি এক আশ্চর্য শহর, হৃদয়ে ধরে রাখি।