ঢাকার ডায়েরী_
কলেজ/ ইউনিভার্সিটিতে আমার খুব পছন্দের কাজ ছিলো রিকশা করে যেতে যেতে টুকটুক গল্প করা। লম্বা রাস্তা। অনেকটা সময় ধরে গল্প করতে করতে ফেরা যায়। আজ অনেকদিন পর এরকম গল্পের রাস্তা কাটলো। দুপুরের লাঞ্চ
তিনজন রিকশা নিয়ে এসেছি টি এস সি। এক রিকশায় তিনজন? বহু বছর পর। একদম ঠিকঠাক, পরের বার না কমলে, আর এরকম বসা যাবে না। জীবনে প্রথম মরিচের চা খেয়েছি টি এস সির সামনে। টক টক ঝাঁঝালো ঝাল একটা পানীয়। খেতে ভালো। মরিচের চা খেতে খেতে টুশ করে বই মেলা ঘুরে এসেছি।
বইমেলায় ঢুকলে আমার মাথা ঘুরায়। এত বই! ঢুকার মুখে মহিলা পুলিশ জিজ্ঞেস করছে, সাথে ছুরি-কাঁচি-ধারালো জিনিস আছে? আমি বললাম, আছে। ব্রুচ আছে। এইটা দিয়ে একটা খোঁচা দিলে বুঝবে মজা। শুধু গুনে গুনে দুইটা স্টলে গেছি। সিসিমপুর আর সিয়ান। তারপর এক দৌড়ে বাসায়।