ঢাকার ডায়েরী_
ঢাকার নানান এক্সপিরিয়েন্সের মধ্যে আজকে আরেকটা ঝোলায় ঢুকালাম, ফিজিক্যাল প্রিনাটাল ক্লাস। যদিও একদিনের ক্রাশ কোর্স ছিলো। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ক্রাশ কোর্স সাজিয়ে ফিজিক্যালি এরেঞ্জ করাটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিলো। আমার নিজের করা প্রিনাটাল কোর্সের অভিজ্ঞতা কাজে লাগাতে চেয়েছি। কাজ ভাগ করে বুঝানো, টুকটাক প্রপস রেডি করা, টপিক গুছিয়ে
পাবলিক প্লেইসে কথা বলতে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করি না। লালমাটিয়ায় ক্লাস ছাড়ার পর আজকেই বোধহয় এরকম ফর্মাল ইন পারসন ক্লাস নিলাম। অন্যরা কতটুকু শিখতে পেরেছে জানিনা, আমি ক্লাস ম্যাটারিয়ালস রেডি করতে যেয়ে কম শিখি নি।
আলহামদুলিল্লাহ,,আপু,, গতকাল আপনার প্রেজেন্টেশন খুব ভালো লেগেছে।। সাথে নাবিয়া আপু ও শারমিন আপুর ক্লাসটা ও অনেক এনজয় করেছি।। আলহামদুলিল্লাহ।।
তবে আমাকে যখন নিজের পরিচয় দেয়ার জন্য জিজ্ঞেস করেছিলেন খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। কথা উলটপালট করে ফেলেছি, গুছিয়ে বলতে পারিনি 😅..
সত্যি ই আমার কাছে এই কোর্সটা খুব ভালো লেগেছে, অনেক অনেক অজানা বিষয় জেনেছি আলহামদুলিল্লাহ।।মে পরিমাণ মানসিক চাপ যাচ্ছে আমার উপর,, ওখানে থাকা অবস্থায় মনে হয়েছিল যেনো সব ভুলে গিয়েছিলাম।। অনেক প্রশান্তি অনুভব করেছি।।