ঢাকার ডায়েরী_
বড় বেলার বন্ধুত্ব খুব অদ্ভুত। অনেক দিন পর দেখা হওয়া বন্ধুদের সাথে সাবলীল গল্প করা যায়। মেয়েদের জন্য আরও কমন। দেখা হলে ঘর সংসার, ক্যারিয়ার, ফ্যামিলি, বাচ্চাদের গল্প। যে যার নিজস্ব গণ্ডীতে আবদ্ধ।
ঢাকার স্ট্রীট শপিং আর স্ট্রীট ফুড দুইটাই দুনিয়াতে অতুলনীয়। যদিও ভ্যান থেকে বাচ্চাদের জন্য কেনা ট্রাউজার দুইদিনে ফুটা। কেন যে আরেকটু মজবুত করে বানায় না! স্ট্রীট ফুডও ধূলাবালিময়, কিন্তু মনটা একটু উদাস হলে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা, ভেলপুরি খাওয়া যায়, চিন্তা করতেই ভালো লাগে।
১৮ বছর পরে দেখা কলেজের বন্ধুদের সাথে। আইডিয়ালের সাদা এপ্রোন আর সাদা স্কার্ফ এর পর বহু জল গড়িয়ে গেছে। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি বছরের পার (অলমোষ্ট)। আবার কখন কার সাথে দেখা হবে কিনা কে জানে!
Alhamdulillah.... Onek bocor por dekha holo.... Khuub valo laglo... Inshaallah dekha hobe afifa.. Valo theko
সব কৃতিত্ব আমি তোমাকেই দিব। তুমি হয়ত এত অল্প সময়ের জন্যে বাংলাদেশে এসে আমাদের জন্য সময় বের না করলে সম্ভবই হত না দেখা করা। সে জন্যে অনেক অনেক ধন্যবাদ। তুমি সেই আগের মতই চুপচাপ শান্ত স্বভাবের রয়ে গেছ। কোনকিছুই তোমাকে বদলাতে পারেনি। আবার কখনো দেখা হলে দোয়া করি যেন এই তুমিকেই আবার পাই 💕