ঢাকার ডায়েরী_
মানুষ আর ধূলা ভর্তি শহরে বের হয়ে মনেই হলো না বেশ কিছু সময় এখানে ছিলাম না। জ্যামে ভরা রাস্তা এঁকেবেঁকে পার হতে হতে মনে হচ্ছিলো, এটা একটা গুরুত্বপূর্ন স্কিল বিশেষ। ভাগ্যিস কম বয়সে শিখে নিয়েছিলাম!
ঢাকায় এসে বাচ্চারা অল্পবিস্তর অসুস্থ। গতকাল ডাক্তারের কাছে নিয়ে গেছি। হসপিটালে অর্ধেক রোগী, বাকী অর্ধেক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ! ডাক্তার আসতে না আসতেই এরা রুম দখল করে নিলো, আর একের পর এক ঢুকেই যাচ্ছে! রোগীর প্রাইভাসী বলেও তো একটা ব্যাপার আছে। টাইমলি যেয়েও দুই ঘণ্টার মাথায় ডাক্তারের দেখা মিললো। আবার বাইরে বের হওয়া মাত্রই একজন ছেঁকে ধরলো, ম্যাডাম, আপনার প্রেসক্রিপশনটা একটু দেখতে পারি? আ বিগ নো।
বি দ্রঃ রিং চিপসের প্যাকেট ভর্তি এত বাতাস কেন! আস্ত চিপস মুহূর্তের মধ্যে শেষ, সংখ্যায় এতই কম। ছোটবেলার, এমনকি বড় বেলারও প্রিয় চিপস।
ঢাকা গেছো?
আপা আপনি ঢাকায়!
অটোগ্রাফ চাই!! ওয়াও, ওয়াও!!
আমার তো গায়ে কাঁটা দিয়ে উঠছে!
ওয়াও, ওয়াও!!