[ad_1]
তাকবিরে তাশরিকের ইতিহাস!
বদরুদ্দিন আইনি রহ. বলেন, যখন হযরত ইবরাহিম আ. কুরবানি করতে শুরু করলেন, তখন হযরত জিবরাইল আ. আল্লাহর নির্দেশে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে রওয়ানা হলেন। তার সংশয় হচ্ছিল যে, সে পৃথিবীতে পৌঁছার পূর্বেই ইবরাহিম আ. জবেহকার্য সম্পন্ন করে ফেলবেন। তাই জিবরাইল আ. আকাশ থেকে উচ্চস্বরে ধ্বনি দিতে থাকে, 'আল্লাহু আকবার, আল্লাহু আকবার' ইবরাহিম আ. আওয়াজ শুনে আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলেন, ইসমাইল আ. এর পরিবর্তে জিবরাইল আ. একটি দুম্বা নিয়ে আসছেন। তাই তিনি স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন- 'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’ পিতার বাণী শুনতে পেয়ে হযরত ইসমাইল আ.ও বলে উঠলেন, ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ'।
একজন স্বর্গীয় মহান দূত, আর দুজন মহান নবী—এ তিন মহান ব্যক্তিত্বের উচ্চারিত এ বাক্যগুলো আল্লাহর কাছে এতটাই প্রিয় হয় যে, কিয়ামত পর্যন্ত আইয়ামে তাশরিকের দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবির বলাকে ওয়াজিব করে দেওয়া হয়। [ফাতাওয়ায়ে শামি, ২/১৭৮]
আহকামে কুরবানি বই থেকে...
Courtesy : Wafilife.com
[ad_2]
আমার ফেসবুক প্রোফাইলে প্রথম প্রকাশিত