দিনলিপি_
আকাশ খুব কালো করে বৃষ্টি নেমেছে। এরকম সময়গুলোতে আমার খুব চিটাগাং এর কথা মনে হয়। আপু কেন জানি বেছে বেছে বৃষ্টির দিনগুলোতে বড় কাপড় ভেজাতো। বৃষ্টি নামলে সেগুলোর জায়গা হতো খাটের চারপাশের স্ট্যান্ডে। ফ্রেশ ডিটারজেন্টে ধোয়া শাড়ি, বিছানার চাদর ফ্যানের বাতাসে উড়ছে। বিছানার চারপাশে ঘিরে একটা টেন্টের মতো হয়েছে। ক্লাস টু কি থ্রি তে পড়া আমি স্কুল
পোষ্ট লিখতে লিখতে টর্নেডো টাচ করে গেছে নেইবারহুড। ওয়ার্নিং আগে দেখি নি। ধুরুম করে আওয়াজ শুনে নীচে যেয়ে দেখি, প্রতিবেশীর ব্যাকইয়ার্ডের বিশাল লোহার ফ্রেমের ছাউনী উড়ে এসে আমার ব্যাকইয়ার্ডের ভিতরে পড়ে গাছপালার দফারফা করেছে। ঠেলেঠুলে ওটাকে বের করে দেখি ইলেক্ট্রিসিটি নেই। এম্বুলেন্স, ফায়ার বিগ্রেডের গাড়ি ঘোরাফেরা করছে। মানুষজনের বাসার ছাদ বা উপড়ে পড়া গাছ ঠিক করছে হয়ত। ইলেক্ট্রিসিটি নাই মানে চুলা বন্ধ, রান্না বন্ধ, বাথরুমে পানির সাপ্লাই বন্ধ। আজকে গার্বেজ কালেক্টের দিন ছিলো। প্রতিবেশীরা রাস্তা ঘাটের ময়লা আবর্জনা গুছিয়ে নিচ্ছে। ঝড় বৃষ্টির ছুটির আমেজ অবশ্য বেশী সময় ইলেক্ট্রিসিটি না থাকলে আর থাকবে না।
Toronto asho.
Hashir kotha ki bolse Shejuti? Ami protidin pray adha litre koira coke khai, kobe moira jai, pore kanba. Toronto asho.
Toronto asho (2)
টরোন্টো যাও। আমারে লগে নিও কপিলা।
Allah hu hafijun.