দিনলিপি_
"আমানি বার্থ অনলাইন, জীবনের সুন্দর সূচনার জন্য। যারা নতুন মা ও বাবা হতে যাচ্ছেন..." দীর্ঘদিন ধরে এই ভয়েস রেকর্ডিং চলছিলো। অবশেষে রেকর্ডিং শেষ হলো। যারা আমানি বার্থে প্রিনাটাল ক্লাস করবে বাংলায়, তারা হয়ত আমার ভয়েস শুনতে পাবে। একটা কমিটমেন্ট, যেটা কিছুতেই শেষ করতে পারছিলাম না। এটা সেটা, নানান বাহানা সামনে এসে দাঁড়ায়। কত সময় মনে হয়েছে, আমি যদি মরে যাই, ওরা কি অন্য কাউকে দিয়ে রেকর্ডিং করাবে। ইশ, আমার জন্য নিশ্চয়ই ঝামেলা হয়ে যাবে। কিছু একটা কাজ শেষ হাওয়ার পর ভারমুক্ত লাগে।
জ্বর, সর্দি-কাশিতে কাবু। বাচ্চারা ক্রাঙ্কি হয়ে আছে। অনেকদিন আগে ভিডিও দেখা একটা ড্রিংক বানিয়ে খেলাম। সাধারনত আনারস খাওয়ার পর আমরা মাঝখানের শক্ত অংশটা ফেলে দেই। সেটা পানিতে ভালোমতো ফুটিয়ে সে জুসটা খেলে বেশ হেলদি একটা ড্রিংক হয়। একটু মধু মিশিয়ে নিয়েছি। কিছুটা টক মিস্টি, সুন্দর আনারসের গন্ধ। খেতে বেশ ভালো। এইসব ডু ইট ইয়োরসেলফ টাইপ প্রোজেক্টগুলো কখনো ইনস্ট্যান্ট করতে পারি না, আলসেমির জন্য। দুইদিন ধরে এই জুস ফ্রিজে থাকার পর আজকে বের করে খেলাম। মাইক্রোওয়েভে গরম করে, চা এর মতো, ছোট ছোট চুমুকে।
মাতৃত্বের রমাদানের প্রিপারেশনের উপর একটা সেশন নিলাম। নিজে কতটুকু কি করতে পারবো জানি না, কিন্তু নিজের জন্যও একটা গাইডলাইন হলো। কিছু পড়াশুনা থেকে এভাবে শেয়ারিং এ অন্যদের কতটুকু উপকারে আসে, জানি না। আমার নিজেরই কাজে লাগে।
আমার ফেসবুক প্রোফাইলে প্রথম প্রকাশিত
বেশ ইনফরমেটিভ সেশন হয়েছে ♥️
সর্দি কাশিতে কমবেশি প্রতিটি পরিবার কাবু হয়ে আছে। আল্লাহ্ ক্ষমা করুন।
লিংকটা একটু দিলে উপকার হয় ম্যাম।
আপা, আপনার একটা দিনলিপি ব্রিটিশ হোম ইকোনমিকসের সাবজেক্টগুলো নিয়ে ছিলো। মেমোরি তে আসলে রিপোস্ট করবেন প্লীজ?