দিনলিপি_
ঠাণ্ডায় বের হওয়া মানে কয়েক লেয়ারের জামা কাপড় পরা। খালি নিজে পরলে হবে না, লাইন ধরে বাচ্চাদের পরাও। আবার এসে খুলো, ক্লোজেটে ঢুকাও, নানান হ্যাপা। ঢাকা থেকে ফিরে আরও আলসেমিতে পেয়েছে। টেম্পারেচার আর ফিলস লাইক দেখে পরতের পর পরত কাপড় পরে হাঁটতে বের হই না। এর মধ্যে দিনে সূর্যের দেখা না মিললে, গ্লুমি লাগে খুব।
ইদানীং হোম ডেকর টাইপের জিনিস দেখতে
খুব ভালো লাগে। দুনিয়ার অগোছালো বাসায় বসে বসে মানুষজনের গুছানো বাড়ীঘর দেখি। আর ভাবি, আমার তিনখানা থাকলে ওই বাসার কি হাল হতো! ডিক্লাটারিং কে একটা আর্ট মনে হয় এখন। দুনিয়ার হাবিজাবি জিনিসে ঘর ভর্তি। ঢাকা থেকে আরও এক গাদা এনে ভর্তি করেছি। জিনিস পত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, এর ভিতর বাচ্চারা আনন্দে লাফায়, আমি হতাশ চোখে চারপাশ দেখে হোম ডেকর ক্লিপে মনোনিবেশ করি।
সব বাসায় এক অবস্থা ।
একটু একটু করে ওদের শেখাতে হবে।🥰🥰
Gusate gusate tired hote hoy