দিনলিপি_
নতুন চশমা নিয়েছি। পাওয়ার কিছুটা অদল বদল হয়েছে। চোখে দিয়ে দেখি, চারপাশ ঝকঝকা! ইশ, চোখ ভালো থাকা অবস্থায় চশমা ছাড়াই এরকম দেখতাম! চশমাতে এতই অভ্যস্থ, ঘুম ভেঙ্গে উঠে চশমা হাতাতে হয়। না পেলে আতঙ্ক লাগে। একদিন মাতৃত্বের একটা লাইভ করলাম সকাল সকাল উঠে চশমা খুঁজে না পেয়ে আধাকানা অবস্থায়।
বাচ্চাদের বহুদিন পর লাইব্রেরিতে নিয়ে গেছি। বাচ্চাদের সেকশন,
আমার নিজেরই এত ভালো লাগে। নিজেই চার পাঁচটা বই নিয়ে চলে আসি। লাইব্রেরি কার্ডের মেয়াদ শেষ। লাইব্রেরিয়ান দয়াপরবশ হয়ে আরও দুই সপ্তাহ মেয়াদ বাড়ালো। টেম্পারেচার পজেটিভ দেখে বের হয়েছিলাম। ঠাণ্ডায় পুত্রের নাকের শিকনি চিবুক পর্যন্ত ঝুলছিল। বেচারা আবার জ্বরে পড়েছে।আর অল্প কিছু সময় বাকী রমাদানের। প্রিপারেশন শূন্য লাগে। অনেক কাজ গুছিয়ে নেয়া বাকী। অস্থির লাগে। এভাবেই মূল্যবান সময় আসবে আর চলে যাবে! অনেক না হোক, অল্পতেও কিছু ঝুলি ভরানোর চেষ্টা থাকুক।
Allah hu hafijun.