June 7, 2023

দিনলিপি_ স্মোগ (স্মোক +ফগ) এ গোটা শহর ছেয়ে গেছে। বনবাদাড়ের দাবানলে অবস্থা কাহি...

দিনলিপি_
স্মোগ (স্মোক +ফগ) এ গোটা শহর ছেয়ে গেছে। বনবাদাড়ের দাবানলে অবস্থা কাহিল। আগুন লেগেছে দূরে, ধোঁয়া এসে শহর দখল করে আছে। বাতাস ভারী ভারী। দিন দুপুরে কুয়াশার চাদরের মতো ধোঁয়া। কয়দিনের ওয়েদার ওয়ার্নিং আজকে আমলে নিলাম। দরজা জানালা বন্ধ, বাচ্চারা খেলতে গেলো না বাইরে। যাদের এজমার মতো হেলথ কন্ডিশন আছে, সাবধানে থাকতে বলেছে।

সামার শুরু হতে হতে জুন লাগলো! এখনো দিনে গরম, রাতে ঠাণ্ডা। সবজির চাষবাস কতটুকু হবে বোঝা যাচ্ছে না। বাসার গাছপালা সব বাইরে পাঠাবো কিনা, তাও বুঝছি না। বাইরে একটা দোলনা লাগিয়ে সারাদিন বসে থাকতে মন চায়। আবার ঠাণ্ডা আসার আগে এইটুকুই তো সম্বল।



আমার ফেসবুক প্রোফাইলে প্রথম প্রকাশিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © Afifa Riahana
Designed by Thinkpool
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram