[ad_1]
প্রিনাটাল ক্লাস= উপকারী জ্ঞান, + আত্মবিশ্বাসী মা!
গর্ভকালীন ক্লাস করার সাথে নরমাল বা সিজারিয়ান ডেলিভারির কোন সম্পর্ক আছে কি না তা যাচাই করার জন্য Wolfson Medical Center এ ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত ৩১৮ জন মা'র উপর এক সমীক্ষা চালানো হয়। ক্লাস করা (১৫৯ জন) ও ক্লাস না করা ( ১৫৯ জন) - এই দুইগ্রুপে তাদের ভাগ করা হয় এবং গর্ভধারণের সময় হিসেবে নিয়ে এই দুই গ্রুপ থেকে একজনের আরেকজনের সাথে ম্যাচিং করা হয়।
প্রায় ৪ বছর ধরে চলা এই সমীক্ষায় দেখা যায় #প্রিনাটাল ক্লাস করা ৮০% মা নরমাল ভ্যাজাইনাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন, যেখানে ক্লাস না করা মা'দের ক্ষেত্রে এই হার ৫৮%।
এছাড়াও গর্ভকালীন ক্লাস করা ৭% মা'র ক্ষেত্রে ভ্যাকুয়াম এক্সট্রাকশন দরকার হয়েছে যেখানে ক্লাস না করা মা'দের ক্ষেত্রে এই হার ২২%। ভ্যাকুয়াম এক্সট্রাকশন হলো প্রসব বেদনার দ্বিতীয় পর্যায়ে যখন লেবার ঠিকমতো আগায় না তখন বাচ্চার মাথায় একটি সাকশন ক্যাপ লাগিয়ে তাকে বের হতে সাহায্য করা হয়।
ডেলিভারিতে ভ্যাকুয়াম এক্সট্রাকশন না লাগা বা কম লাগার অর্থ হলো এসব মায়েরা প্রসব বেদনা ও বাচ্চা ডেলিভারির জন্য আগে থেকে ভালো মত প্রস্তুতি নিতে পেরেছেন এবং ডাক্তার ও মিডওয়াইফদের সাথে ভালো মতো সহযোগীতা করতে পেরেছেন। ফলে ক্লাস করা গ্রুপের বেশিরভাগ মায়েরা কোন রকম মেডিক্যাল হস্তক্ষেপ ছাড়াই সন্তান প্রসব করেছেন।
যারা ক্লাস করেছেনে তাদের মাঝে বুকের দুধ খাওয়ানোতেও বেশি সাফল্য দেখেছেন গবেষকরা, কারণ তারা এসব পর্যায়ে প্রফেশনালদের সাথে পরামর্শ করতে পরেছেন।
এই সমীক্ষায় অংশ নেয়া মা'দের অন্যান্য বিষয় (আর্থিক অবস্থা, শিক্ষা) বাদ দিয়ে দেখা যায় সফল ভ্যাজাইনাল ডেলিভারির সাথে প্রিনাটাল ক্লাস বা গর্ভকালীন পড়াশুনার ইতিবাচক ভূমিকা আছে।
#মাতৃত্ব ডট কম বিগত ২০১৪ সাল থেকে দেশে গর্ভকালীন পড়াশুনাকে জনপ্রিয় করতে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে আমরা বাংলায় প্রায় ৩০০ আর্টিকেলের ওয়েবসাইট ও ফেসবুকে প্রায় ৯ হাজার নারীর একটা কমিউনিটি পরিচালনা করি, যেখানে মা ও হবু মায়েরা তাদের হাজারো প্রশ্নের উত্তর পাচ্ছেন।
Matritto - মাতৃত্ব প্রী-নাটাল ক্লাসের ২য় ব্যাচের ভর্তি কার্যক্রম চলছে।
মায়েরা নিজেদের শিক্ষিত করুন। Help yourself!