April 19, 2022

বাচ্চাদেরকে মেলায় নিয়ে গেছি। দুইবছর এরকম গ্যাদারিং এ না যেয়ে এরা মেলা কি জিনিস ভ...

[ad_1]

বাচ্চাদেরকে মেলায় নিয়ে গেছি। দুইবছর এরকম গ্যাদারিং এ না যেয়ে এরা মেলা কি জিনিস ভুলে গেছে। মসজিদে রমাদান আর ঈদ উপলক্ষ্যে মেলা। আমরা ঘুরে ঘুরে এরকম টুকটাক জিনিস কিনলাম। ঢুকে একটা স্টলে বটল গ্রীনের মধ্যে একটা নির্দিষ্ট প্যাটার্নের সূতার কাজ করা আবায়া চোখে পড়লো। এরকম একটা কিনার খুব শখ ছিলো। আমার এক প্যালেস্টাইনের ফ্রেন্ড বলেছিলো আনিয়ে দিবে। তা, আমরা কে কোথায় চলে গেলাম! দাম জিজ্ঞাস করলাম। এত দাম দেখে কিনতে ইচ্ছা করছিলো না। বারবার ঘুরে ফিরে ওই স্টলটাই চোখে পড়ছিলো। মনে হচ্ছিলো, কি আছে জীবনে, কিনে ফেলি। একদমই যে কেনা যেতো না, তাতো না।

একসময় খুব কেনাকাটা করতাম। নিজের জন্য ছিলো বেশীর ভাগ। এখন কিছু কেনা মানেই বাচ্চাদের জন্য কেনা। গোটা পাঁচেক বার স্টলটার আশেপাশে চক্কর দিয়ে বের হয়ে এলাম। সারাটা দিন মন পড়ে রইলো সবুজ আবায়াটার সাথে। মাথা থেকে বের করতে বেগ পেতে হয়েছে। মনে হচ্ছিলো, কি ভীষণ আকর্ষন দুনিয়ার প্রতি! বাজারে হয়ত কাফনের কাপড়ও চলে এসেছে।


[ad_2]

আমার ফেসবুক প্রোফাইলে প্রথম প্রকাশিত

7 comments on “বাচ্চাদেরকে মেলায় নিয়ে গেছি। দুইবছর এরকম গ্যাদারিং এ না যেয়ে এরা মেলা কি জিনিস ভ...”

  1. নুসাইবার কান ফুটো করে ফেলছেন? আমার মেয়ে আট বছর এখনো করিনি🙄

  2. Nice ear rings. Pandemic er majhe Amar Meyer kaner dul porar shokh hoisilo. Kono shop khula chilo na dekhe nijei piercing gun kine bashay Meyer Kan futa kore disi. Ekhon Uni ear ring Porte paren. Duniyata boroi mohomoy. Ashepashe chakchikker competition e pray mon kharap hoye jay.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © Afifa Riahana
Designed by Thinkpool
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram