বাসার কাছে এগ্রি-কানাডার বিশাল ভুট্টা ক্ষেত। মাইল জুড়ে এরা ভুট্টা গাছ লাগিয়ে রেখেছে। প্রথম যখন এই এলাকায় এসেছি মনে হয়েছিলো বোধহয় ঠিকানা ভুলে অন্য জায়গায় এসেছি। যাচ্ছি তো যাচ্ছিই। ক্ষেতের শেষ নেই। মনে হচ্ছিলো
শহর বুঝি এখানেই শেষ। এরপর হঠাত করে আরেক মাথায় যেয়ে দেখি লোকালয়ে ভর্তি। এই মধ্যগ্রীষ্মের দিনে গাছে গাছে ভুট্টা ধরে আছে। হঠাত একদিন হয়ত দেখবো হারভেষ্ট করাও শেষ!
Abundance of paddy fields, beautiful natural scenarios.