April 16, 2023

বিদ্যানন্দ একদা একটা করিল ভীষণ পণ- স্বদেশের তরে, যা করেই হোক, রাখিবেই সে জীবন। স...

[ad_1]
বিদ্যানন্দ একদা একটা করিল ভীষণ পণ-
স্বদেশের তরে, যা করেই হোক, রাখিবেই সে জীবন।
সকলে বলিল, ‘আ-হা-হা কী সাধু, মহৎ চিন্তা ভাই’
বিদ্যানন্দ সজোরে বলিল, 'ফান্ডিং তোলা চাই,
টাকা না তুলিলে কীভাবে করিব উদ্ধার এই দেশ?’
তখন সকলে বলিল- ‘বাহবা, বাহবা, বাহবা, বেশ!’

রোগে ভুগিয়া গরিবেরা মরে, দেখিবে কাহারে কেবা!
সকলে বলিল, ‘বিদ্যানন্দ, করো না ভায়ের সেবা।’
বিদ্যানন্দ চাপড়ায়ে বুক পোস্টিয়া এক ছবি--
'কোরবানি গোশ বিলাইতাছি', বলিয়া দিল যে কবি।
বাস্তবে কোথা দিল বা গোশত, কেহ জানিল না তাহা;
পোস্ট দেখিয়া সকলে বলিল- “বাহবা, বাহবা, বাহা!

ন্যাকামিতে সেরা বিদ্যানন্দ কহিল, 'অফিস-ভাঙা',
ডোনেশন নিয়া যদিও বা সে উঠিতেছে হয়ে চাঙা;
শতেক বিঘা জমি তাহাদের, তাহাতেও দিল ফাঁকি,
কাগজে-কলমে মিথ্যা বলিতে রইল না আর বাকি।
ভুয়া নাম দিয়া যাকাত তুলিয়া বলিল সকলে নিক,
তখন লোকেরা বলিল- ‘হাঁ হাঁ হাঁ, তা বটে, তা বটে, ঠিক!’

বিদ্যানন্দ পোস্ট দিয়া দিল, পাইল হাজারো রীচ;
'মহৎ কার্যে আসিয়াছি মোরা, সাফ করিতেছি বীচ'
বাস্তবে সেথা ময়লা ফেলিয়া তাহাই তুলিয়া নিয়া,
ফটোশুট আর মার্কেটিং-এ লাখো টাকা ঢালি দিয়া--
ভালো বলে তাহা করিল জাহির, হোক বা সে কাজ মন্দ
আবেগে সকলে বলিল- 'বাহবা, বাহবা বিদ্যানন্দ।’

নিয়মিত কিছু সেলেব আনিয়া কীভাবে কীভাবে জানি--
বিদ্যানন্দ জয় করিয়াছে মানুষের মনখানি;
অগ্নিকাণ্ডে বঙ্গবাজার পুড়িয়া হলো যে ছাই;
বিদ্যানন্দ করিবে না সেবা সম্ভব নাকি ভাই?
অন্যের ছবি করিয়া চুরি সে পোস্ট দিয়া লালে লাল;
সকলে বলিল- ‘ভ্যালা রে নন্দ, বেঁচে থাক চিরকাল।’
[ad_2]

আমার ফেসবুক প্রোফাইলে প্রথম প্রকাশিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © Afifa Riahana
Designed by Thinkpool
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram