মাতৃত্বের সাথে প্রি-নাটাল ক্লাস নেয়া শুরু করেছি। গালভরা নাম, চাইল্ড বার্থ এডুকেটর। আসলে আমি স্বাস্থ্যকর্মী আপা। শহুরে স্বাস্থ্যকর্মী আপা আর কি! এই বিষয় নিয়ে পড়া বা কথা বলাটা আমার জন্য প্যাশনের একটা জায়গা। প্রেগন্যান্সী, চাইল্ড বার্থ রিলেটেড জ্ঞান নিয়ে একজনও যদি উপকৃত হয়, সেটাও অনেক বেশি। ক্লাস করতে এসে মানুষ যদি নতুন কিছু জানতে পেরে খুশি থাকে, আমি স্বাস্থ্যকর্মী আপা হয়ে খুশি!
Alhamdulillah. May Allah accept our wish
স্বাস্থ্যকর্মী আপাকে আমরা অনেক ভালা পাই ❤️❤️❤️