"মাতৃত্ব" এর নতুন আয়োজন।
মীমের শরীরটা বেশ কয়েকদিন ধরে অনেক খারাপ। শরীর ক্লান্ত থাকে দুর্বল লাগে কিছু খেতে ভালো লাগে না। মাসের নিয়মিত চক্র মিস হতে তার মনে হল প্রেগনেন্সি টেস্ট করা দরকার। রিপোর্ট পজিটিভ আসার পর মীম ও তার হাজবেন্ড
প্রচন্ড খুশি। পরিবার থেকে অনেক দূরে থাকায় এই মুহূর্তে মানসিক বা শারীরিক কোন ধরনের সাপোর্টে তারা পাচ্ছে না। হাজবেন্ড অফিসে চলে গেলে সে বাসায় সারাদিন একা একা থাকে। তখন শরীরটা আরো বেশি খারাপ লাগে। একদিন তার মনে হল নিজের শরীরের যত্ন নেওয়া উচিত কারণ যে আসছে তাকেও আমার একাই সামলাতে হবে।
কি করা যায় এখন?
তখনই মাতৃত্বের সাইট (matritto.com) থেকে খুঁজে খুঁজে গর্ভধারণের বিষয়ে সেগুলো সম্পর্কে সে পড়াশোনা শুরু করলো। এক সময় তার মনে হল আমার আরও বেশ কিছু জানা দরকার।
মীম ডাক্তারের কাছে যায় পরামর্শ অনুযায়ী। কিন্তু তার মনে খুঁটিনাটি অনেক প্রশ্ন রয়ে যায়। তাইতো সে এখন গর্ভকালীন সময়ের জন্য আরো বেশি পড়াশোনা করতে চায়।
মাতৃত্ব পাঠশালা তার এই আকাঙ্ক্ষা পূরণ করতে চলেছে ইনশাআল্লাহ.......