"মাতৃত্ব"- এর ফিজিক্যাল ইভেন্ট। রেজিস্ট্রেশন লিঙ্ক মূল পোস্টে।
https://forms.gle/9A3seyLxQwzMgiAV6
স্বাভাবিক প্রসবের প্রস্তুতি
গর্ভধারন ও সন্তান প্রসব প্রাকৃতিক ঘটনা। গর্ভধারনের আগ থেকেই একজন মায়ের পূর্বপ্রস্তুতির প্রয়োজন। গর্ভধারনে শারীরিক, মানসিক পরিবর্তনের সাথে খাপ
খাওয়ানোর জন্য উপযুক্ত প্রস্তুতি না নিলে, গোটা ব্যাপারটাই মায়ের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। শুধুমাত্র পুষ্টিকর খাবার কিংবা ব্যায়াম নয়, প্রসবের ব্যাপারে ইতিবাচক মনোভাব তৈরি, নিজের ব্যাপারে আত্মবিশ্বাস গড়ে তোলা, প্রেগন্যান্সী সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন, সবটাই একজন মাকে সাহায্য করে প্রাকৃতিক প্রসবের প্রস্তুতি নিতে। সম্পূর্ন প্রস্তুতিসম্পন্না, একজন আত্মবিশ্বাসী মায়ের পক্ষেই সম্ভব অপ্রয়োজনীয় মেডিক্যাল হস্তক্ষেপ এড়িয়ে প্রসবকে প্রাকৃতিক রেখে সন্তানের জন্য একটা চমৎকার সূচনা নিশ্চিত করতে। জানুন স্বাভাবিক প্রসবের প্রস্তুতি সম্পর্কে।
আমার ফেসবুক প্রোফাইলে প্রথম প্রকাশিত
May the blessing of Allah Swt be on your efforts. Let’s our work be sadaka jariya (perpetual)!
আশা করি স্বাভাবিক প্রসবের হার বৃদ্ধির উপর তোমাদের প্রচেষ্টা একটু হলেও প্রভাব ফেলবে Afifa Raihana!
Registration Link: https://forms.gle/9A3seyLxQwzMgiAV6
Seats are Limites