মানুষ জন্মগত ভাবেই পানির কাছাকাছি থাকতে পছন্দ করে। সবসময় ভাবে বাড়ীর পাশে একটা ঝর্না বা নদী থাকলে বেশ হয়। নিদেনপক্ষে একটা সুইমিং পুল। এজন্যই ওয়াটারফ্রন্ট প্রপার্টিগুলার অনেক বেশি দাম। ইন্টারেস্টিং ব্যাপার,
জান্নাতেও এমন বাসস্থানের কথা বলা হয়েছে, যার তলদেশ দিয়ে ঝর্না প্রবাহিত হবে। ঠিক মানুষ যেমনটা চায়!চিপমাঙ্কটা অনেকক্ষন ধরে চিৎকার করছিলো। উদ্দেশ্য ভালো বোঝা গেল না। মাতা পুত্র অনেক সময় ধরে গাছের নীচে দাঁড়িয়ে এর কাণ্ডকারখানা দেখলাম। বাকীদের জন্য ফোনে চিৎকার বয়ে নিয়ে এলাম!
Fountain in the Heaven is a demanding event of the believers. May Allah (SWT) grant us heavenly blessings now and Heaven then.
অনেক সুন্দর।