রমাদানের একটি মুহূত্য ও নষ্ট করতে না চাওয়ার একটা উপায় হতে পারে নিজের জিহবাকে সবসময়ে জিকিরে সিক্ত রাখা।
রসূল সা: বলেছেন "রমজানে একটি তাসবিহ অন্য সময়ের হাজার তাসবিহর চেয়ে উত্তম।"[তিরমিযী]
সাহাবিদের উদ্দেশ্যে রসুল (সা.) বলেছেন, আমি কি তোমাদেরকে এমন উত্তম আমলের কথা বলে দিব না? যা তোমাদের প্রভুর নিকট অত্যন্ত পবিত্র, যা সর্বাধিক মর্যাদাস¤পন্ন, এবং স্বর্ণ-রৌপ্য ব্যয় করা অপেক্ষা উত্তম আর শত্রুর মোকাবিলায় যুদ্ধে লিপ্ত হয়ে তাদের ঘাড়ে আঘাত করা আর তারা তোমাদের ঘাড়ে আঘাত করার চেয়েও উত্তম? সাহাবাগণ (রা.) বললেন, হ্যাঁ, অবশ্যই বলুন। তিনি বললেন, ‘তা হলো আল্লাহ তায়ালার জিকির।’ ( ইবনে মাজাহ : ৩৭৯০)।
তাসবিহ, তাহমীদ ও তাকবীরের ও তাহলীল কি ও ফজিলত কি কি?
তাসবীহ : সুবহানাল্লাহ
তাহমিদ : আলহামদুলিল্লাহ
তাকবীর: আল্লাহু আকবর
তাহলীল : লা ইলাহা ইল্লাল্লাহ
- আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাণী
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাণী হল চারটি: “সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবর ”। (মুসলিম)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন: "আল্লাহর কাছে সেই মুমিনের চেয়ে উত্তম আর কেউ নেই যার আয়ু ইসলামে দীর্ঘায়িত হয় এবং যে ঘন ঘন তাকবীর, তাসবীহ, তাহলীল ও তাহমীদ উচ্চারণ করে।" (আহমদ)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “আমি ইবরাহীম (আঃ)-এর সাথে আল-ইসরা (রাত্রির সফরে) সাক্ষাৎ করলাম এবং তিনি আমাকে বললেনঃ হে মুহাম্মদ, আপনার উম্মতকে আমার সালাম জানাও এবং তাদেরকে বল। যে জান্নাতে রয়েছে বিশুদ্ধ মাটি এবং মিষ্টি পানি এবং এটি একটি সমতল বৃক্ষবিহীন সমভূমি। এর গাছপালা হল: سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا إِلٰهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَر. ''
তিনি আরো বলেনঃ “যে ব্যক্তি سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه বলবে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে”। (তিরমিযী)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “নিশ্চয়ই আপনি তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ (উচ্চারণের মাধ্যমে) আল্লাহর মহিমা স্মরণ করেন, তা আল্লাহর আরশের চারপাশে সমবেত হয়, মৌমাছির মতো গর্জন করে, আল্লাহর কাছে সেই ব্যক্তির কথা স্মরণ করে যে এগুলো উচ্চারণ করে। তুমি কি এমন কাউকে পেতে চাও না যে তাঁর দ্বারা তোমাকে উল্লেখ করবে? (ইবনে মাজাহ)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “প্রত্যেক তাসবীহ একটি সাদাকা , প্রতিটি তাকবীর একটি সাদাকা , প্রতিটি তাহমীদ একটি সাদাকা এবং প্রতিটি তাহলীল একটি সদকা”। (মুসলিম)
- জাহান্নামের আগুন থেকে সুরক্ষা
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “জাহান্নামের আগুন থেকে আপনার ঢাল হিসেবে বলুন: سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلهِ، وَلَا إِلٰهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَر কারণ তারা অবশ্যই কিয়ামতের দিন আসবে এবং ভালো কাজ হবে। এগুলো ধার্মিকদের স্থায়ী ভালো কাজ।" (হাকিম)
আমার ফেসবুক প্রোফাইলে প্রথম প্রকাশিত