June 21, 2022

লাস্ট ডে অফ স্কুল। মন্ট্রিয়াল ছেড়ে এসেছি দেড় বছর। তারপরও শক্ত সুতা হয়ে ছিলো ম্...

[ad_1]

লাস্ট ডে অফ স্কুল।
মন্ট্রিয়াল ছেড়ে এসেছি দেড় বছর। তারপরও শক্ত সুতা হয়ে ছিলো ম্যাকগিল। সাড়ে তিন বছরের রোলার কোষ্টার জার্নি শেষ করে এলাম। দৌড়ে ক্লাসে যাওয়া, শেষ হতে না হতেই আবার দৌড়। দুইটা সেমিস্টার করেছিলাম মন্ট্রিয়াল থাকা অবস্থায়। বাকীগুলা অনলাইন, কিছু অনলাইন-অফলাইন।সারাক্ষণ মাথায় ঘোরা একগাদা রেসপনসিবিলিটিজ। ঢাকা ইউনিভার্সিটির মতো গা ছাড়া সময় আর কখনো আসবে না ধরেই নিয়েছি। টানটাও সেরকম হবে না স্বাভাবিক। তারপরও গতকাল সন্ধ্যায় ক্লাস শেষ করে, সবার পরে প্রেজেন্টেশন দিয়ে কিন্তু সবার আগে এক ছুটে বের হয়ে, ফাঁকা করিডর দিয়ে দৌড়ে দৌড়ে লিফটে উঠলাম। গেইটটা খুলে বের হতে হতে মনে হচ্ছিলো, এভাবে এখানে হয়তো আর আসা হবে না। হাজার বার মনে হতে থাকা কবে শেষ হবে, এক লহমায় শেষ করে আবার ভাবতে বসা মানুষ। মায়া কঠিন জিনিস।




[ad_2]

আমার ফেসবুক প্রোফাইলে প্রথম প্রকাশিত

9 comments on “লাস্ট ডে অফ স্কুল। মন্ট্রিয়াল ছেড়ে এসেছি দেড় বছর। তারপরও শক্ত সুতা হয়ে ছিলো ম্...”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © Afifa Riahana
Designed by Thinkpool
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram