[ad_1]
স্ট্রবেরী ডেজ।
ঈদের পরদিন ভীষণ কড়া রোদ মাথায় নিয়ে গেলাম স্ট্রবেরী পিকিং এ। হাঁটুর নীচের লেংথে ছোট ছোট গাছভর্তি স্ট্রবেরী। পয়সা দিয়ে তুলে ঝুড়ি ভরে নাও, খাও। খোলা মাঠ ভর্তি স্ট্রবেরী ঝোপে। ছায়া নেই কোথাও। বাচ্চারা গরমে অতিষ্ট হয়ে রিসিপশনের শেডে বসে ছিলো। গাছ থেকে ফল ছিঁড়ে খেতে পারাটাও আনন্দের।
Abundance of mercy of merciful Allah (SWT). Plucking fruits from the plants is a matter of joy side by side remembering His favour to us is matter of expression of our gratitude to his highness.