[ad_1]
২০ রোজায় আমাদের সবার ঠাণ্ডা লাগলো। ভয়ানক ঠাণ্ডা। করোনার সিম্পটম্প মনে হওয়াতে করোনাও টেস্ট করলাম। প্রথম করোনার টেস্ট করানো। দীর্ঘদিন ভুগলাম। এই টি পটে করে সেসময় লেবু, মধু দিয়ে মসলা চা বানানো হলো। যতটা আয়োজন করে
বানানো, দেখা গেলো বাচ্চারা খেলই না। আর বেশীর ভাগ গেছে আমার পেটে। এক ফাঁকে ভাবের ছবি তুলে রেখেছি।এই টি পটটার একটা গল্প আছে। মসজিদে দেখেছি এরাব মহিলারা এরকম ছোট ছোট গোল্ডেন চায়ের কাপে বসে ব্ল্যাক কফি খায়। সাথে খেজুর বা অন্য কোন মিষ্টান্ন। এটা দেখে আমারও শখ হলো এরকম কাপ কেনার। পরে এক চাইনিজ দোকান থেকে ছোট কাপওয়ালা টিপট কিনলাম। সাদার উপর নীল নীল ডিজাইনে মনে হয়েছিলো টার্কিশ ভাব আসে কিছুটা। সেই কেনা পর্যন্তই। বাসায় কফি খাওয়া হয় ঢাউশ মগে। কালেভদ্রে চা হলেও সেই মগেই খাওয়া হয়। বেচারা টিপটটা কাপগুলো নিয়ে বসে থাকে। নিজের জন্য কখনো আয়েশ করে চা/কফি খাওয়া হলে তখন এরা এক্টিভ হবে হয়ত।
পছন্দ হইসে🙂
How many things we can do with out: an wise saying.
Ki shundor!!
😍