May 17, 2022

Don’t doom your hereafter by depriving off your sisters from their rights.আমার...

[ad_1]

Don’t doom your hereafter by depriving off your sisters from their rights.

আমার এক বন্ধু। যুক্তরাজ্য প্রবাসী। বেশ দীনদার। দান-সাদাকাও করেন হাত খুলে। দেশে এসে গ্রামে গেলে এক মামার বাড়িতে ওঠেন। মামাদের সাথেও বেশ ভালো সম্পর্ক। লক্ষ লক্ষ টাকা মামাদের পরিবারের জন্য অকাতরে ব্যয় করতে আমি নিজে দেখেছি। কিন্তু ইদানিং সেই মামাদের সাথে সম্পর্ক খারাপ যাচ্ছে। কারণ, সেই বন্ধু মামাদের কাছে তার মায়ের ওয়ারিস ক্লেইম করেছে।

তার এক মামাতো ভাইয়ের সাথে আমার অল্পবিস্তর জানাশোনা আছে। সে বলল—বলেন ভাই, এইটা করার কি ওনার কোনো দরকার ছিল? আমাদেরকে বিভিন্ন সময় উনি যে পরিমার টাকা-পয়সা দিয়ে সাহায্য করেছেন, তা ওই ওয়ারিসের জমির চেয়ে অনেকগুনে বেশি, কিন্তু উনি এই জমিটুকু এমন করছেন!

সে যে আশা নিয়ে আমার সাথে কথা বলেছিল সে আশার গুড়ে একটু বালিই পড়ল। আমি বললাম—এটা ওনার মায়ের প্রাপ্য অধিকার, এটা দিয়ে দাও।… More


[ad_2]

আমার ফেসবুক প্রোফাইলে প্রথম প্রকাশিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © Afifa Riahana
Designed by Thinkpool
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram