[ad_1]
Du’a during Day of Arafah.
দুয়া করা নিয়ে লাগাতার কথা বলছি। এবার আরো লোভনীয় কথাগুলি শুনুন। আশা করি এটা শুনলে আরাফার দিনটি কিভাবে কাটাবেন - সেই সিদ্ধান্ত এখুনি নিতে পারবেন ইন্শাআল্লহ্।
পুরো বছরের শ্রেষ্ঠ ১০ দিনের মাঝে শ্রেষ্ঠতম দিনটি আরাফার দিন। আমার পূর্বের পোস্টে জানতে পেরেছেন যে, হাজিগন আরাফার দিন শুধু দুয়াই করেন। কারণ, সেটাই আল্লাহ্ চেয়েছেন।
এবার আরাফার দিনটি একই সাথে
জুমা'বার। প্রতিটি জুমা'বারে আসর থেকে মাগরিবের মাঝে এমন একটা সময় থাকে যখন ˹বান্দা যা দুয়া করে তা কবুল হয়˺। সেই সময়টা খুব বেশিক্ষণ থাকে না। তাহলে দুয়া কবুলের দুটি সুযোগ একসাথে হলো, আল্হাম্দুলিল্লাহ্।কিন্তু আরাফার দিন আমরা সকলে ˹সিয়াম পালনেও থাকবো˺ ইন্শাআল্লহ্। আমরা এটাও জানি, সিয়াম পালনকারীর দুয়াও কবুল হবার সম্ভাবনা বেশি। তাহলে আমরা যদি ˹আরাফার… More