Make yourself prepare for pregnancy, labor and birth.
মাতৃত্ব প্রিনাটাল ক্লাসের এই ব্যাচে ভর্তি কার্যক্রম প্রায় শেষের দিকে। ২৯ অক্টোবর থেকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। এরই মাঝে এই কোর্সে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জার্মানি, কাতার থেকে মা ও হবু মায়েরা ভর্তি হয়েছেন।
পরবর্তী ব্যাচ ইনশা আল্লাহ আরো ০২ মাস পর শুরু হবে। তাই আগ্রহী হলে ভর্তি হবার এখনই সঠিক সময়।কোর্সের ঘোষনা পড়তে কমেন্ট দেখুন।
===
প্রিনাটাল কোর্স চালুর ঘোষনা দেয়ার পর থেকে সবচেয়ে বেশি যেই প্রশ্নগুলো পেয়েছি, তা নিয়ে গত এই লেখা। পুরোটা পড়ুন।
১. প্রিনাটাল কোর্স কি নরমাল ডেলিভারির নিশ্চয়তা দেয়?
গর্ভধারণের আগে ও গর্ভাবস্থায় একজন মা অনেক প্রশ্নের উত্তর খুঁজেন। কি খাব, কি ধরনের ব্যায়াম করবো, কি করলে প্রসব সহজ হবে, কীভাবে নিজের যত্ন নিব, বাচ্চার যত্ন নিব .. এরকম আরো অনেক প্রশ্ন। প্রিনাটাল ক্লাস… More