Prenatal Crash Course
Don’t attend labor before knowing and preparing about labor!
প্রেগন্যান্সী লেবার এবং সন্তান জন্মদান সম্পর্কে জানা প্রতিটা মায়ের অধিকার। আগে থেকে এসব বিষয়ে জ্ঞান অর্জন একজন মাকে প্রস্তুত করে সন্তান জন্মদানের মতো প্রক্রিয়াতে যাওয়ার আগে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে।
এর
জন্য ধারাবাহিক জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই। তবে অনেক মায়েরাই যারা প্রেগন্যান্সীর একদম শেষের দিকে অবস্থান করছেন, তাদের চটজলদি কিছু জিনিস অবশ্যই জানা প্রয়োজন। তাদের জন্য এই প্রিনাটাল ক্র্যাশ কোর্স।আমরা চাই না, কোন মা-ই তার লেবারে কি হবে, কি করবেন, এই নূন্যতম জ্ঞান অর্জন ছাড়া সন্তান জন্মদানের মতো জটিল একটা প্রক্রিয়ায় যান।
তাছাড়া লেবার পরবর্তী সময় তিনি কিভাবে নিজের যত্ন নিবেন, নতুন শিশুর যত্ন নিবেন, ব্রেষ্টফিডিং-ই বা কিভাবে করাবেন এগুলো জানা থাকা খুব দরকার। হবু মায়েদের এই… More
Shobai neya uchit ei class ta! Ki je important to be knowledgeable about giving and going through the process of birth.