[ad_1]
Question answer session on Pre-natal class.
এরমাঝে হয়তো জানেন, মাতৃত্ব প্রিনাটাল ক্লাস চালু হতে যাচ্ছে (কোন ভাবে ঘোষনা মিস করে গেলে ঝটপট পড়ে নিনঃ https://go.matritto.com/biY)। দেশের মায়েদের জন্য এটা তুলনামূলক নতুন বিষয়, তাই অনেকেই ইনবক্সে, পোস্টের কমেন্টে বেসিক প্রশ্ন করছেন। ✅ প্রিনাটাল ক্লাস কি নরমাল ডেলিভারির নিশ্চিত করবে?
✅ এই ক্লাস না করলে কি সমস্যা?
✅ এধরনের একটা কোর্স করার মাধ্যমে মা হিসেবে আমি কি পাব?
✅ আমার স্ত্রী ও সন্তানের জন্য এটা কতটা জরুরী?
✅ এই ক্লাসের বিকল্প কী?
✅ এধরনের কোর্স অনলাইনে করে কতটুকু শিখতে পারবো? অফলাইন কি ভাল হতো না?
✅ প্রিনাটাল ক্লাসের খরচের মাঝে কি দৌলা সার্ভিস অন্তর্ভূক্ত? মাতৃত্ব পরিবারের একজন হিসেবে প্রিনাটাল ক্লাস নিয়ে আরো বেশি জানার অধিকার রাখেন। তাই আগামি শনিবার ২২ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ঃ৩০ এ প্রিনাটাল টীম জুম মিটিংয়ে আপনাদের সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হচ্ছেন। এছাড়াও সরাসরি প্রশ্ন করতে চাইলে জুম মিটিংয়ে জয়েন করতে পারবেন। সেক্ষেত্রে এই ফর্মটি পূরণ করে সীট বুকিং করে রাখুন। ইমেইলে মিটিংয়ের বিস্তারিত জানিয়ে দিব। ফর্ম লিংকঃ https://matritto.com/event-registration