[ad_1]
This is insane.
ইমাজিন! একটা দেশের মন্ত্রী যখন একটা বড় মাপের ঘূর্ণীঝড় স্থলভাগে আঘাত হানার বিষয়ে ভুল তথ্য দেন! সেটা রেডিও টিভি সংবাদপত্রে ব্রডকাস্ট হতে থাকে এবং ভুল তথ্যের ভিত্তিতে মানুষ প্রস্তুতি নেয়।
প্রথমে বললেন সিত্রাং মধ্য রাতের পরে, ভোরের আগে আঘাত হানবে, পরে একেবারে শেষ দিকে এসে বলা হল সন্ধ্যা ৭ থেকে ৮টার মধ্যে আঘাত হানবে। অথচ ঝড় স্থল্ভাগে আঘাত হেনেছে বিকাল
চারটার পর পরই। অর্থাৎ প্রথমে ৮ ঘন্টা এবং পরে ৩ ঘন্টা ভুল ফোরকাস্ট।এই তিনঘণ্টায় উপকূলীয় মানুষ যদি নিকটস্থ স্লাইকোন সেন্টারে পৌঁছাতে না পারে, সেই দায় কি মন্ত্রীর কিংবা অযোগ্য আবাহাওয়া অফিস নিবে? ভুল তথ্যের মাধ্যমে আমরা তাঁদের জীবন ও সম্পদের প্রস্তুতি নিয়ে খেলি।
ইমাজিন! সে জেলে নৌকার মাঝির কথা, যে কিনা রেডিওতে মন্ত্রীর কথা শুনে ৩ ঘন্টা পরে তীরের… More