Upcoming event of Matritto। মাতৃত্ব: journey with pregnancy and motherhood
সামিয়া বেশ অবাক হয়ে শুনলো মানুষ এখন নাকি ঈদের শপিং রমজানের আগেই করে ফেলে। নিজের শৈশবের কথা মনে পড়লো তার। রোজার শেষ দশ দিনে বেশ কয়েকবার বাবা মা'র সাথে মার্কেটে যাওয়া হতো।
পুরো বছর যেন অপেক্ষা করে থাকতো এই শপিং
অভিজ্ঞতার জন্য। রমজানের এই সময়ে মার্কেট জমজমাট থাকে, ভাল লাগে তাই। তবে এসময়ে শপিংএ বাজে অভিজ্ঞতা যে নেই তা না!তার বান্ধবী জানালো যারা রমজানের ফজিলত ঠিক মতো পেতে চায়, তারা এসময় মার্কেটে যাওয়া এভয়েড করে। তার এই বান্ধবীটা বেশ সহজ সরল। অনেকদিন বাদে আজ তার সাথে আলাপ হচ্ছিল মেসেঞ্জারে। তার কথা শুনে চমৎকৃত হচ্ছিলো।
"বুঝলি, কোভিডের সময় তো প্রচুর ফেসবুকে সময় কাটাতাম। রমজানের আগে মাতৃত্ব নামের একটা পেইজ থেকে একটা লাইভ হয় সেটায় ওই পেইজের এডমিন দুই আপু কথা বলেন রমজানে মায়েরা কীভাবে কি করলে রোজা… More