August 31, 2022

When I was young I'd listen to the radio Waiting for my favorite songs When they...


When I was young
I'd listen to the radio
Waiting for my favorite songs
When they played I'd sing along
It made me smile.
Those were such happy times
And not so long ago
How I wondered where they'd gone..

কার্পেন্টার্স এর একটা লিরিক। আই ক্যান টোটালি রিলেট। আমাদের বাসায় দীর্ঘসময় ক্যাবল লাইন ছিলো না। দিনের বেলায় বিনোদন বলতে রেডিও। আমার মনে আছে, ছোটবেলায় আমাদের বাসায় রেডিও শোনার বেশ প্রচলন ছিলো। খবরের পাশাপাশি কি কি জানি সব প্রোগ্রাম হতো। ফাঁকে ফাঁকে পছন্দের গান বেজে উঠতো। রেডিও বলতেও বাংলাদেশ বেতার। অমুক রেডিও, তমুক রেডিও এগুলা অনেক পরে এসেছে। কি কি সব রেডিও জকি টার্ম সব পরে শুনেছি। কোথায় কণ্ঠ দিতে চাও? বাংলাদেশ বেতার। সব একটা চ্যানেলের যুগ। একটা টিভি, একটা রেডিও।

এখন টিভি আর রেডিও চ্যানেলের অভাব নাই। অস্থির সময়। টিভি লাইন নাই বাসায়। রেডিও কদাচিৎ গাড়িতে বাজে। ফোন হাতে উঠলেই খালি স্ক্রোল। স্মার্ট ফোন হাতে আসার পর ইন্টারনেটও পকেটে ঢুকে পড়েছে। সোশ্যাল মিডিয়া আগে চেক হতো ল্যাপটপে, দিনে হয়ত একবার। এখন ফোন হাতে নিলেই সব ঝাঁপিয়ে পড়ে। সব নোটিফিকেশনস বন্ধ করে রেখেছি, তাও। আগে ভাইবোনরা বাসায় ফিরে সব আম্মুকে ছেঁকে ধরতাম সারাদিন কি হলো বলার জন্য। এখন পাশাপাশি বসেও মানুষজন সারাদিন ফোন টিপছে। এমন না যে ফোনে এখনি চোখ না বুলালে মরে যাবে। অভ্যাস অথবা বদভ্যাস। এত বেশি অপ্রয়োজনীয় ইনফরমেশন মাথায় যাচ্ছে, খুব প্রয়োজনের যে হিউম্যান ইন্টারেকশন, তাও কমতে কমতে কি নাই হবে যাবে কিনা কে জানে। খুব অস্থির লাগে। স্থিরতার দিনগুলো কোথায় চলে গেলো!


আমার ফেসবুক প্রোফাইলে প্রথম প্রকাশিত

One comment on “When I was young I'd listen to the radio Waiting for my favorite songs When they...”

  1. After 20 to 30 years the young people of today may tell the same thing. What was nice time scrolling in mobile etc etc. This is called game change and constant change. Stay blessed.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © Afifa Riahana
Designed by Thinkpool
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram